ধর্ম এবং আরাধনা
আমার উপাসনা বা আরাধনার জন্যে নতুন কোনো কাজ আমাকে খুঁজতে হয় না। আমার পরিবেশে অন্যেরা যে কাজগুলো উদ্দেশ্যহীনভাবে না-বুঝেই করে অবহেলায়, সেই কাজগুলোই থাকে আমার দাসত্বের দায়িত্ব পালনে, কোনো উদ্দেশ্য নিয়ে যেগুলো করার চেষ্টা আমি চালিয়ে যাই সাধ্যমতো। কোনো দাসত্ব, আরাধনা বা উপাসনা নেই যেই বস্তুটির, সেই বস্তুটিও কিছু ধর্মধারী। কোনো চেষ্টা না-চালিয়ে স্রোতের সাথে উদ্দেশ্যহীন ভেসে চলার ধর্মটি বস্তুর ভাসমানতা, যেটা কোনো দাসত্ব বা আরাধনা নয়। সহজবোধ্য উদাহরণে, প্রবহমান জলের সাথে ভেসে যেতে যেতে স্রোতের দিকে অথবা স্রোতের বিপরীতে উদ্দেশ্যপ্রণোদিত সাঁতরানোটাই আরাধনা, উপাসনা বা দাসত্ব।কাজের উদ্দেশ্য বা লক্ষ্যটা মন্দ হলে, সেটা হবে শয়তানের উপাসনা।ভালো কোনো উদ্দেশ্য নিয়ে যা’ কিছুই করা হয়, সকল ভালোই ঈশ্বরের দিকে যায়।