পৃথিবীতে প্রতিটা মূহুর্তে কেউ না কেউ কারো না কারো জন্য অপেক্ষা করে


"পৃথিবীতে প্রতিটা মূহুর্তে কেউ না কেউ কারো না কারো জন্য অপেক্ষা করে ...

কেউ বৃষ্টির জন্য ...
কেউ খাবারের জন্য ...
কেউ প্রিয় মানুষটার জন্য ...
কেউ রিকশার জন্য ...
কেউ এক গ্লাস পানির জন্য ...
কেউ ছোট্ট একটা মেসেজের জন্য কিংবা কারো একটা ফোন কলের জন্য অথবা এক মূহুর্তের জন্য কারো কন্ঠ শোনার জন্য !!
সব অপেক্ষার শেষটা মধুর হয় না ...
কখনো কখনো বৃষ্টি নামে ...
কখনো কখনো মেঘগুলো ভীষণ ধোঁকা দিয়ে যায় ...
বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে ...
পশ্চিমের আকাশে সূর্যটা টুপ করে ডুবে যায় ...
কেউ কেউ তখনো আকাশের দিকে তাকিয়ে অপেক্ষা করে ...
হয়তো আসবে - এই আশায় !!
এক সময় মাথার ওপরে একটা বিশাল চাঁদ ওঠে ...
চাঁদের রূপালি আলো ঐ মানুষটার মুখের উপর এসে পড়ে ... 
ক্লান্ত মানুষটা অপেক্ষা করতে করতে তখন ঘুমিয়ে পড়েছে !!
তার অপেক্ষা কিন্তু শেষ হয় নি ... 
এবার সে চোখ বুজে অপেক্ষা করছে ... 
হয়তো সে স্বপ্নে আসবে ... 
হয়তো !!"

Comments

Popular posts from this blog

"ভালোবাসার মানুষগুলতো ত্রমন হবা চাই"

পর্দা করার পরেও কেন মেয়েরা বার বার ধর্ষিতা হয় ????