হেমন্ত
উত্তুরে বাতাস, তার আগমনের বার্তা পাঠিয়ে দিলো হেমন্তে, সকালে হিমের চাদর জড়িয়ে কুয়াশা নেমে আসে মাঠে ঘাটে পথে প্রান্তে, জলাভূমি ঘিরে থাকে ঘন কুয়াশার জাল, দেখে যেন মনে হয়,এখনও হয়নি সকাল! সূর্যটা ঝুঁকে গেছে ঈষৎ দক্ষিণে হয়ে ম্রিয়মান, সোনালী রোদ্দুর হল দেখ কেমন বিবর্ণ আর ম্লান! চোখে মুখে আমাদের ধূসর ধুলোর প্রলেপ! যদিও এখনও নামেনি কারও ঘরে বিছানায় কম্বল লেপ! পরিযায়ী পাখিরা শীতের আগমনী পেয়ে আসছে ভেসে, নবান্নের পায়েস হবে এবার তাজা খেজুরের রসে, রসেবসে হেমন্তে ভাপা পিঠে পুলি মায়ের হাতের তৈরী, ভাল লাগবে তো সবারই! ওদিকে যুদ্ধবাজ ট্র্যাম্প, কোরিয়ার কিমকে শাসাতে পাঠিয়েছে রণতরী৷ আসলে দ্বিবিধ লক্ষ তাঁর কিমের সঙ্গে চীনকে চমকানো, ট্র্যাম্পের সাথে জুটি বেঁধেছে ভারত জাপানও, দাঙ্গাবাজ ন মো কমই বা কিসে, যুদ্ধবাজ ট্র্যাম্পের সাথে গিয়েছে মিশে! এই হেমন্ত নিয়ে আসে বাংলায় সুখ আর শান্তির দিন, চাষীদের ঘরে ঘরে নেমে আসে সাময়িক সুদিন! অথচ যুদ্ধবাজদের রণতরীর মহড়ায়, বিমর্ষ হয়ে আছি সম্ভাব্য বিশ্বযুদ্ধের শঙ্কায়৷