~~~~বাস্তব নীতি~~~~
॥ কবিতা॥
বাস্তব নীতি
মন আকাশে জাগলো যে সত্যের ছাঁপ,
শান্তি পুরে শান্তি নেই আছে কষ্ট হাট,
সোনা পুরে সোনা নেই আছে মিথ্যা ঝাপ।
মরু নদে নৌকা নেই, নাম আছে ঘাট।
নামায রোজায় শুন্য নাম যে ঈমাম,
নাম যে তার আক্কেল বে-আক্কেল গুড়ি,
কোন জনম কোথাও পায়না সালাম।
পরের মাল খেয়ে সে যে বাড়ায় ভুড়ি।
ডোবেনা ঘোটি মগ, নাম বড় পুকুর,
দিলে পোষে শয়তান মুখে খোদা ভীতি,
জিহাদে নেই মন করে শুধু হুকুর।
স্বার্থের টান পেলে ভোলে জাহির গীতি।
রাজা-রানী সাঁজে তব ফকিরের নাতি,
জাহেলিয়াত কালের এই হলো নীতি।
বাস্তব নীতি
মন আকাশে জাগলো যে সত্যের ছাঁপ,
শান্তি পুরে শান্তি নেই আছে কষ্ট হাট,
সোনা পুরে সোনা নেই আছে মিথ্যা ঝাপ।
মরু নদে নৌকা নেই, নাম আছে ঘাট।
নামায রোজায় শুন্য নাম যে ঈমাম,
নাম যে তার আক্কেল বে-আক্কেল গুড়ি,
কোন জনম কোথাও পায়না সালাম।
পরের মাল খেয়ে সে যে বাড়ায় ভুড়ি।
ডোবেনা ঘোটি মগ, নাম বড় পুকুর,
দিলে পোষে শয়তান মুখে খোদা ভীতি,
জিহাদে নেই মন করে শুধু হুকুর।
স্বার্থের টান পেলে ভোলে জাহির গীতি।
রাজা-রানী সাঁজে তব ফকিরের নাতি,
জাহেলিয়াত কালের এই হলো নীতি।
Comments
Post a Comment